বরিশালের মারকাজুল ইসলাম এছহাকিয়া মাদ্রাসার ছাত্র হিফজুল কোরআন প্রতিযোগিতায় পঞ্চম স্থান লাভ।
গত ১৩ই ডিসেম্বর শনিবার ঢাকা ঐতিহ্যবাহী লালবাগ মসজিদ ক্যাম্পাসে হুফফাজুল কোরআন ফাউন্ডেশন এর ৩০ তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেই ফাইনাল প্রতিযোগিতায় বরিশালের মারকাজুল ইসলাম এছহাকিয়া মাদ্রাসার মেধাবী ছাত্র মোঃ ইয়ামিন ,(পিতা- মোঃ ইউনুস) অংশগ্রহণ করে এবং সারা বাংলাদেশের থেকে আসা প্রতিযোগিতার মধ্যে ইয়ামিন পঞ্চম স্থান অর্জন করেন এবং জাতীয়ভাবে পুরস্কারে পুরস্কৃত হয়।
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ তাদের ৩০তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৫ আয়োজন করেছেন।প্রতিযোগিতা চূড়ান্ত পর্ব ঢাকায় ১৩ ও ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়।

দেশব্যাপা এই প্রতিযোগিতার আয়োজন করেছে । প্রতিযোগিতাটি উপজেলা/জোন পর্যায় থেকে শুরু হয়ে জেলা ও বিভাগীয় পর্যায় পার করে জাতীয় পর্যায়ে চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করা হয় । এটি মোট ৪৯৫টি উপজেলা এবং ৬৪টি জেলায় ৮টি বিভাগীয় জোনের মাধ্যমে পরিচালিত হয়েছে। সেই নিয়ম অনুসারে নিবন্ধন করে বরিশাল নগরীর মারকাজুল ইসলাম এছাকিয়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ ইয়ামিন সকল ধাপ অতিক্রম করে সারা বাংলাদেশের মধ্যে পঞ্চম স্থান অর্জন করে মাদ্রাসা সুনামকে অক্ষুন্ন রেখেন। মাদ্রাসাটি ২০১৮ সালে বরিশাল নগরীর উওর কাউনিয়া হাউজিং এলাকায় হাফেজ মাওলানা ফোরকান উদ্দিন রাজাপুরী এর তত্ত্বাবধানে পরিচালিত হয় । মাদ্রাসাটির শুরু লগ্ন থেকে ২০২৫ সাল পর্যন্ত আজ অব্দি হিফজুল কোরআন প্রতিযোগিতার সর্ববৃহৎ সংগঠন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ ,পিএইচপি কোরআনের আলো ও কোরআনের নূর সংগঠনগুলোতে প্রতিবছর এই মাদ্রাসার মেধাবী ছাত্রের অংশগ্রহণ করে জেলা বিভাগ ও জাতীয় পর্যায়ে বিজয় গৌরবের সাথে অর্জন করে আসছে।তারই ধারাবাহিকতায় ইয়ামিনের ২০২৫ এর অর্জন বলে দাবি করেন মাদ্রাসা পরিচালক হাফেজ মাওলানা ফোরকান উদ্দিন রাজাপুরী। তিনি এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য মেহনত করা সহ সকলের দোয়া কামনা করছেন।

